আইডিআরএ চেয়ারম্যানের সঙ্গে জেনিথ ইসলামী লাইফ চেয়ারম্যানের সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)'র চেয়ারম্যান গকুল চাঁদ দাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ড অব ডাইরেক্টরস এর চেয়ারম্যান ও সাবেক এমপি ফরিদুন্নাহার লাইলী।

গতকাল সোমবার বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কার্যালয়ে তাদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন, জেনিথ ইসলামী লাইফের মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) ড. এসএম নুরুজ্জামান, কোম্পানির সেক্রেটারি আবদুর রহমান প্রমুখ। (সংবাদ বিজ্ঞপ্তি)