ইকবাল হোসেন চৌধুরীকে বেঙ্গল ইসলামি লাইফের অভিনন্দন

সংবাদ বিজ্ঞপ্তি: বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর ২০২৫–২০২৭ মেয়াদের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় মো. ইকবাল হোসেন চৌধুরীকে অভিনন্দন জানিয়েছে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। মো. ইকবাল হোসেন চৌধুরী বীমা কোম্পানিটির একজন উদ্যোক্তা পরিচালক।
এছাড়াও মো. ইকবাল হোসেন চৌধুরী জেসিএক্স ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র পরিচালক।
তার দূরদর্শী নেতৃত্ব, উদ্যোক্তা মানসিকতা এবং উৎকর্ষতার প্রতি অবিচল প্রতিশ্রুতি বিভিন্ন শিল্পক্ষেত্রে অগ্রগতির প্রেরণা জুগিয়ে চলেছে। এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি বাংলাদেশের ক্রমবিকাশমান ব্যবসায়িক অঙ্গনে পরিবর্তনের একজন অগ্রদূত ও কৌশলগত চিন্তাবিদ হিসেবে তার অসামান্য ভূমিকার স্বীকৃতি বহন করে।
ইকবাল হোসেন চৌধুরী লক্ষ্মীপুর জেলার এক সভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা কলেজ থেকে স্নাতক এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে কৃতিত্বের সাথে ‘ক্যাপস্টোন কোর্স’ সম্পন্ন করেছেন।
জাপানের ক্রিড গ্রুপের সাথে যৌথ ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে তিনি প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (FDI) আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রেখেছে।
ব্যবসার সীমা ছাড়িয়ে জনকল্যাণমূলক কর্মকাণ্ড ও সমাজসেবায় তার নিবেদন ও অবদানের জন্য তিনি ব্যাপকভাবে স্বীকৃত। তিনি বসুন্ধরা কিংস ফুটবল ক্লাবের ভাইস চেয়ারম্যান, এবং সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (SCCI) ও জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (JBCCI) এর সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (FBCCI) এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বেঙ্গল ইসলামি লাইফ মো. ইকবাল হোসেন চৌধুরীর এই গৌরবময় অর্জনে গর্বিত এবং তার নেতৃত্বে জাতীয় ও শিল্পোন্নয়নে ধারাবাহিক সাফল্য বয়ে আনবে এই কামনা করে।

 (1).gif)


