আস্থা লাইফ ও ইম্পালস হাসপাতালের মধ্যে চুক্তি

ডেস্ক রিপোর্ট: আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং ইম্পালস হাসপাতালের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে আস্থা লাইফের বীমা গ্রাহক, কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ ইম্পালস হাসপাতালে স্বাস্থ্যসেবা গ্রহণে ডিসকাউন্টসহ বিশেষ সুবিধাদি উপভোগ করতে পারবেন।

গতকাল সোমবার আস্থা লাইফের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ইম্পালস হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডা. জাহির আল-আমিন এবং আস্থা লাইফের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মনিরুল গনি সহ উভয়পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। (সংবাদ বিজ্ঞপ্তি)