জাপানের ওলিস'র প্রশিক্ষণে অংশ নিচ্ছেন মোহাম্মদ গিয়াস উদ্দিন
ডেস্ক রিপোর্ট: ওলিস নামে পরিচিত জাপানের স্বনামধন্য ওরিয়েন্টাল লাইফ ইন্স্যুরেন্স কালচারাল ডেভেলপমেন্ট সেন্টার (ইনকরপোরেটেড ফাউন্ডেশন)'র প্রশিক্ষণে অংশগ্রহণ করতে যাচ্ছেন ট্রাস্ট ইসলামী লাইফের মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন।
আগামী ২৪ মে তিনি জাপানের টোকিওতে যাবেন। সেখানে ৪ দিনের পূর্ণাঙ্গ প্রশিক্ষণের মাধ্যমে ‘ইন্টারনেট এবং ইনসিওরেন্স শপ’, এজেন্ট চ্যানেল, ব্যাংকাস্যুরেন্স কার্যপ্রণালী, কার্যকরী কর্পোরেট স্ট্র্যাটেজি এবং গ্রাহক সেবার সর্বোচ্চ মান ও দাবী নিষ্পত্তির ওপর ব্যবহারিক জ্ঞান লাভ করবেন।
গিয়াস উদ্দিন জানান, ওলিস'র প্রশিক্ষণে অংশগ্রহণ করার মূল উদ্দেশ্য পরিপূর্ণ আধুনিক তথ্য এবং বীমা শিল্পের কৌশল সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জন করা । সেখানে বাংলাদেশের বীমা শিল্পের প্রতিনিধী হিসেবে আমি এবং অন্যান্য দেশের বীমা ব্যক্তিত্বদের অভিজ্ঞতা ভাগাভাগির মাধ্যমে সবার জ্ঞানের পরিসীমা বৃদ্ধি পাবে । এই অভিজ্ঞতা ভবিষ্যতে ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স লিমিটেডের ব্যবসা পরিচালনা আরো গতিশীল করার পাশাপাশি দেশের বীমা শিল্পের উন্নয়নেও কাজ করা যাবে।
সংগঠনটি বিশ্বব্যাপী বীমা শিল্পের উন্নয়ন ও অগ্রগতির জন্য প্রতি বছর বিশ্বের বাছাইকৃত বীমা ব্যক্তিত্বদের প্রশিক্ষণ প্রদান করে থাকে। ২০১৭ সালের স্প্রিং সেশনের জন্য সারাবিশ্ব থেকে বিপুল সংখ্যক আবেদনের প্রেক্ষিতে ‘ওলিস’ ৪০ জনকে তাদের খরচে প্রশিক্ষণে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে। (সংবাদ বিজ্ঞপ্তি)