জেনিথ ইসলামী লাইফের সাথে পদ্মা প্যাথ ল্যাবের চুক্তি
ডেস্ক রিপোর্ট: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সাথে পদ্মা প্যাথ ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের চুক্তি হয়েছে। আজ মঙ্গলবার (৬ জুলাই) রাজধানীর মিরপুর-১ এ ডায়াগনস্টিক সেন্টারটির কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
এই চুক্তির ফলে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক, গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারবর্গ এখন থেকে পদ্মা প্যাথ ল্যাব ডায়াগনস্টিক সেন্টারে সাশ্রয়ী মূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন।
জেনিথ ইসলামী লাইফের পক্ষে কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক (মার্কেটিং) মো. মাহমুদুল ইসলাম এবং পদ্মা প্যাথ ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের পক্ষে হেড অফ মার্কেটিং ম্যানেজার মো. আলী কুদরত চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এ সময় জেনিথ ইসলামী লাইফের ডেপুটি জেনারেল ম্যানেজার (হেড অফ গ্রুপ এন্ড হেলথ ইন্স্যুরেন্স) মো. আনোয়ার হোসেন সরকার এবং পদ্মা প্যাথ ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের ইন্ডোর ম্যানেজার অপূর্ব মজুমদার উপস্থিত ছিলেন। (সংবাদ বিজ্ঞপ্তি)