এনআরবি গ্লোবাল লাইফে জাতীয় শোক দিবসের আলোচনা ও দোয়া

ডেস্ক রিপোর্ট: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টে সংগঠিত নির্মম হত্যাকাণ্ডে স্মরণে এক শোক সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১২ আগস্ট) এনআরবি গ্লোবাল লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বীমা কোম্পানিটি।

স্মরণ সভায় কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) এম এম মনিরুল আলম এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বাঙ্গালী জাতির জন্য বঙ্গবন্ধুর আত্মত্যাগ এবং তার সংগ্রামী জীবনের উপর স্মৃতিচারণ করেন। দোয়া পরিচালনা করেন কোম্পানির সিনিয়র ডিএমডি (উন্নয়ন) মো. আওলাদ হোসেন। দোয়ায় নির্মম হত্যাকাণ্ডে নিহতদের সকলের আত্মার শান্তি এবং দেশ ও জাতীর উন্নয়ন কামনা করা হয়।