প্রোটেক্টিভ ইসলামী লাইফের লাখ টাকার মৃত্যুদাবি পরিশোধ
ডেস্ক রিপোর্ট: বীমা গ্রাহকের মৃত্যুতে এক লাখ পাঁচ হাজার টাকার বীমা দাবি পরিশোধ করেছে প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
রোববার (১০ অক্টোবর) কোম্পানির সালেহ সদন কার্যালয়ে এই চেক হস্তান্তর করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বীমা কোম্পানিটি।
বীমা গ্রাহক মরহুম কালাম হোসেনের মনোনিত নমিনী শিল্পী বেগমকে মৃত্যুদাবি বাবদ এক লাখ পাঁচ হাজার টাকার এই চেক দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন) আব্দুল মান্নান সরকার।
এ ছাড়াও প্রোটেক্টিভ ইসলামী লাইফের স্থানীয় ও উর্ধ্বতন কর্মকর্তারা চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।