জেনিথ লাইফের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি: জেনিথ ইসলামী লাইফের ব্যবসায় উন্নয়ন সম্মেলন ও লিডারশীপ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মে) রাজধানীর বাড্ডায় টাইকিং থাই এন্ড চাইনিজ রেস্টুরেন্টে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

কোম্পানির জি এম এইচ এম আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির পরিচালক (অতিঃ দাঃ) এস এম ইব্রাহিম হোসেন এ সি আই আই। প্রশিক্ষণ প্রদান করেন সিনিয়র জি এম ও প্রকল্প প্রধান মো. সাইফুল ইসলাম ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই ভিপি (এইচ আর) ও কোম্পানি সচিব আব্দুর রহমান, ভিপি ইনচার্জ উন্নয়ন ও প্রশাসন বিভাগ মো. নিজাম উদ্দিন। অনুষ্ঠানে কোম্পানির উন্নয়ন কর্মী -কর্মকর্তারা প্রশিক্ষণ গ্রহণ করেন।