সিলেটে এনআরবি ইসলামিক লাইফের মৃত্যুদাবি পরিশোধ
সংবাদ বিজ্ঞপ্তি: সিলেটের বীমা গ্রাহকের নমিনির নিকট ৩ লাখ ৫০ হাজার টাকা মৃত্যুদাবি পরিশোধ করেছে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স। সোমবার (২২ আগস্ট) সিলেটের বিভাগীয় অফিসে এই বীমা দাবির চেক হস্তান্তর করা হয়।
সৌদি প্রবাসী মরহুম আতাউর রহমানের মরদেহ দেশে পৌছানোর পূর্বে তার মৃত্যুদাবি পরিশোধের মাধ্যমে বাংলাদেশ বীমা শিল্পের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স।
সিলেট বিভাগীয় অফিসের ইভিপি (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. আব্দুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. শাহ্ জামাল হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (সেলস অ্যান্ড মার্কেটিং) এম. আমিনুল ইসলাম চৌধুরী, প্রশিক্ষণ ও গবেষণা বিভাগীয় প্রধান মো. মাহমুদুল ইসলাম, ইভিপি মো. মামুনুর রশীদ সহ অন্যান্য কর্মকর্তারা।