ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সাথে কেবিন কেয়ার বাংলাদেশের গ্রুপ বীমা চুক্তি
সংবাদ বিজ্ঞপ্তি: ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সাথে কেবিন কেয়ার বাংলাদেশের গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) ন্যাশনাল লাইফের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
এই চুক্তির অধীনে কেবিন কেয়ার বাংলাদেশ বাংলাদেশের কর্মকর্তা-কর্মচারীদের গ্রুপ বীমা সেবা প্রদান করবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স।
ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো.কাজিম উদ্দিন ও কেবিন কেয়ার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৌভিক মিত্রা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষেচুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ন্যাশনাল লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো.খসরু চৌধুরী, সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, এসইভিপি মো.এনামুল হক, কোম্পানির সচিব মো. আব্দুল ওহাব মিয়ান ও গ্রুপ বীমা প্রধান কাজী মোহাম্মদ মহসীন।
কেবিন কেয়ার বাংলাদেশ বাংলাদেশের এডমিন ম্যানেজার এনামুল হক সুমন, এইচআর ম্যানেজার শিপন সরকার, ফাইন্যান্স ম্যানেজার সৈকত কুমার দাস, সিনিয়র ম্যানেজার ফাইনান্স নাফিজ শাহরিয়ারসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।