কক্সবাজারে জেনিথ লাইফের রোডম্যাপ টু সাকসেস অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি: কক্সবাজারে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের রোডম্যাপ টু সাকসেস অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ নভেম্বর) সকাল ১০টায় কক্সবাজারের গ্যালাক্সি রিসোর্ট কনফারেন্স হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
কোম্পানির সিনিয়র জিএম ও হেড অব সিটি প্রজেক্ট সৈয়দ মাসকুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনচার্জ (উন্নয়ন প্রশাসন) মোহাম্মদ নিজাম উদ্দিন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আল আমিন মোহাম্মদ সহ সিটি প্রজেক্টের সকল কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।