আইসিএমএবি’র গোল্ড অ্যাওয়ার্ড পেল সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স
সংবাদ বিজ্ঞপ্তি: লাইফ ইন্স্যুরেন্স ক্যাটাগরিতে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড-২০২১ এ গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি’র কাছ থেকে পুরস্কারের ট্রফি গ্রহণ করেন কোম্পানিটির চেয়ারম্যান মুজিবুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন এবং বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান শিবলী রুবায়াত-উল-ইসলাম, ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ প্রমুখ।
এছাড়াও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক, মুখ্য নির্বাহী কর্মকর্তা ও উর্ধ্বতন কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বীমা প্রতিষ্ঠানটির কোম্পানি সেক্রেটারি মো. মিজানুর রহমান রোবাবর (৪ ডিসেম্বর) গণমাধ্যমে এ বার্তা প্রেরণ করেছেন।