তারেক রহমানের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও পপুলার লাইফ চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরীর সাক্ষাৎ

সংবাদ বিজ্ঞপ্তি: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের নেতৃবৃন্দ। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাতে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্সের স্বপ্নদ্রষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরীসহ জাতীয় স্থায়ী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

সাক্ষাৎকালে ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, বিএসআরএম’র চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী, এফবিসিসিআই’র সাবেক সভাপতি মীর নাসির হোসেন এবং এ কে আজাদ।

এছাড়াও উপস্থিত ছিলেন পিএইচপি গ্রুপের অন্যতম কর্ণধার ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীসহ দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের চেয়ারম্যান, উদ্যোক্তা ও ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ।