বাংলাদেশের সেরা এজেন্সি ২০২৫ এর সম্মাননা প্রদান করলো মেটলাইফ

সংবাদ বিজ্ঞপ্তি: মেটলাইফ বাংলাদেশ ২০২৫ সালের জন্য দেশের সেরা এজেন্সি হিসেবে ‘এজেন্সি অফ দ্য ইয়ার’ স্বীকৃতি দিয়েছে নোয়াখালীর সুমন এজেন্সিকে। টানা দ্বিতীয়বারের মতো এ সম্মাননা অর্জন করে এজেন্সিটি বীমা খাতে তাদের ধারাবাহিক সাফল্য ও দক্ষতার প্রমাণ রেখেছে।
মেটলাইফ বাংলাদেশ জানায়, জীবন বীমা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ডিজিটাল প্রযুক্তির কার্যকর ব্যবহার, উন্নত গ্রাহকসেবা, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের সব এজেন্সির মধ্যে সর্বোচ্চ ব্যবসায়িক সাফল্য অর্জনের জন্য সুমন এজেন্সিকে এই স্বীকৃতি প্রদান করা হয়েছে। প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী প্রতি বছর দেশের সব এজেন্সির মধ্যে শুধুমাত্র একটি এজেন্সিকেই এই সম্মানজনক পুরস্কার দেয়া হয়।
নোয়াখালীর মাইজদি কোর্ট মেইন রোডে অবস্থিত সুমন এজেন্সি ব্রাঞ্চ ম্যানেজার সফি উল্ল্যাহ সুমনের নেতৃত্বে সফলভাবে কাজ করে যাচ্ছে। তার দক্ষ পরিচালনা ও এজেন্সির ইউনিট ম্যানেজার এবং ফিনান্সিয়াল অ্যাসোসিয়েটদের সম্মিলিত প্রচেষ্টায় এই সাফল্য অর্জিত হয়েছে বলে জানানো হয়।
সম্প্রতি সুমন এজেন্সি অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ সফি উল্ল্যাহ সুমনের হাতে ‘সেরা এজেন্সি ২০২৫’ সম্মাননা তুলে দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ ডিস্ট্রিবিউশন অফিসার জাফর সাদেক চৌধুরী; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ ফিনান্সিয়াল অফিসার আলা উদ্দিন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ অপারেশন্স অফিসার কামরুল আনাম; অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ এজেন্সি সেলস অফিসার মো. লুৎফর রহমান, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ ডিস্ট্রিবিউশন ডেভেলপমেন্ট অফিসার আশরাফুল হক, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ কর্পোরেট বিজনেস অফিসার মোহাম্মদ কামরুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে আলা আহমদ বলেন, বীমা আর্থিক সুরক্ষার পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেরা এজেন্সির স্বীকৃতির মাধ্যমে দেশের এজেন্সিগুলোকে উদ্ভাবনী উদ্যোগ ও বীমা সেবার পরিধি বাড়াতে উৎসাহিত করা হয়, যা জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।
মেটলাইফ বাংলাদেশ বর্তমানে ১৫ হাজারের বেশি এজেন্টের মাধ্যমে দেশের লাখো গ্রাহককে জীবন বীমা সেবা দিচ্ছে এবং ডিজিটাল ও গ্রাহক-কেন্দ্রিক উদ্যোগের মাধ্যমে বীমা খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে।




