হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সে স্বল্প পরিসরে নতুন বর্ষ বরণ
নিজস্ব প্রতিবেদক: স্বল্প পরিসরে ইংরেজি নববর্ষকে বরণ করেছে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স। রোববার (১ জানুয়ারি) কোম্পানিটির প্রধান কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে নতুন বছরের যাত্রার শুভ সূচনা করেন প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী ড. বিশ্বজিৎ কুমার মণ্ডল।
শুভেচ্ছা বিনিময়কালে ড. বিশ্বজিৎ বলেন, বিগত বছরের যতটুকু অর্জন তা স্বাচ্ছন্দ্যে মেনে নিয়ে নব উদ্যোমে আমাদের নতুন বছরের পথচলা শুরু করতে হবে। তিনি আরো বলেন, পুরনো বছরের পথচলা থেকে শিক্ষা নিয়ে নতুন বছরে নতুনভাবে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে।
হোমল্যান্ড পরিবারের আগামী দিনের পথচলা আরো সুন্দর ও সার্থক হোক; পারিবারিক মেলবন্ধন অটুট থাকুক এই কামনা করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. বিশ্বজিৎ কুমার মণ্ডল। শুভেচ্ছা বিনিময় শেষে উপস্থিত সকল কর্মকর্তা-কর্মচারীকে মিষ্টিমুখ করানো হয়।