জেনিথ ইসলামী লাইফের ব্যবসা ও বাজেট পরিকল্পনা সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবসা ও বাজেট পরিকল্পনা সভা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ জানুয়ারি) ঢাকার ইআরএফ অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান এ টি এম এনায়েত উল্লাহ।

কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠন প্রধানগণ ছাড়াও বিভিন্ন পদমর্যাদার প্রায় শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন। এছাড়াও সভায় ইভিপি (এইচআর) ও কোম্পানি সচিব আবদুর রহমান এবং উন্নয়ন প্রশাসন বিভাগের ইনচার্জ ও ভিপি মো. নিজাম উদ্দিন উপস্থিত ছিলেন।

সভায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ২০২৩ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা ও পরিকল্পনা গ্রহণ করা হয়। ২০২২ সালের ব্যবসা সফল কর্মকর্তাদের মাঝে ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি। সভায় বাজেট পরিকল্পনার ওপর প্রশিক্ষণ প্রদান করেন আলামিন মোহাম্মদ।