বীমা দাবির ৪১ লাখ টাকা পরিশোধ করল আস্থা লাইফ
সংবাদ বিজ্ঞপ্তি: গুরুতর অসুস্থতা ও মৃত্যুদাবি বাবদ ৪১ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে আস্থা লাইফ ইন্স্যুরেন্স। রোববার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীস্থ বীমা কোম্পানির প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বীমা দাবির এসব চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে অসুস্থতা ও দুর্ঘটনাজনিত কারণে মৃত্যুবরণকারী ৪ জন বীমা গ্রাহকের মৃত্যুদাবি বাবদ ৩১ লাখ টাকা এবং ২ জন বীমা গ্রাহকের ‘ক্রিটিক্যাল ইলনেস’ বীমা দাবি বাবদ ১০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। এসব গ্রাহকের একজন একক বীমা এবং অন্যরা ট্রাস্ট ব্যাংক লিমিটেড, দি প্যালেস লাক্সারি রিসোর্ট এবং যমুনা সিকিউরিটি সার্ভিসেস এর গ্রুপ বীমার আওতায় ছিলেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী। বিশেষ অতিথি ছিলেন কর্তৃপক্ষের সদস্য (লাইফ) কামরুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ার শফিক, এনডিসি, পিএসসি, এমএসএস, এমবিএ, এমফিল, পিএইচডি (অব.)।
সংশ্লিষ্ট পলিসির নমিনি ও স্ব-স্ব প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের নিকট হতে বীমা দাবির চেক গ্রহণ করে সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সরাসরি তত্বাবধানে এ ধরণের উদ্দ্যোগ বীমা খাতকে স্বচ্ছ ও সুশৃঙ্খল করে বীমার প্রতি সাধারণ মানুষের আস্থা আরো সুদৃঢ় করবে।
আস্থা লাইফের সার্বিক ব্যবস্থাপনায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সদস্য (লাইফ) সন্তোষ প্রকাশ করে প্রশংসা করেন।