জেনিথ ইসলামী লাইফের মাসিক ব্যবসা উন্নয়ন ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মাসিক ব্যবসা উন্নয়ন ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর পল্টস্থ ইআরএফ অডিটোরিয়ামে দিনব্যাপী এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কমকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান এটিএম এনায়েত উল্লাহ।
কোম্পানির ভিপি ও উন্নয়ন প্রশাসন বিভাগের ইনচার্জ মো. নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সিনিয়র জিএম, জিএম সহ সারাদেশ থেকে বাছাইকৃত শতাধিক উর্ধ্বতন উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
জেনিথ ইসলামী লাইফের প্যানেল ট্রেইনার আলামিন মোহাম্মদ উন্নয়ন কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করেন। সভা শেষে সফল উন্নয়ন কর্মকর্তাদের মাঝে প্রধান অতিথি পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করেন।