আস্থা লাইফ ইন্স্যুরেন্সের জাতীয় বীমা দিবস উদযাপন
সংবাদ বিজ্ঞপ্তি: আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত জাতীয় বীমা দিবস বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপন করে।
বুধবার (১ মার্চ) বীমা কোম্পানিটি প্রধান কার্যালয় এবং বিভিন্ন শাখায় কার্যালয় এই উপলক্ষে আলোচনা সভা ও র্যালিসহ বিভিন্ন অনুষ্ঠান বাস্তবায়ন করে।
দিবসটির উদযাপনের উপলক্ষে ঘোষিত সেবাপক্ষের প্রথম দিনেই প্রধান কার্যালয়ে একটি আস্থা বীমা সেবা বুথ স্থাপন করেন। এই বুথ থেকে বীমা দাবি পরিশোধ সহ নানাবিধ বীমা সেবা প্রদান করা হবে।
এছাড়াও, প্রধান কার্যালয়, বিভাগ, জেলা, শহর, উপজেলা পর্যায় গ্রাহক সম্বর্ধনা, মতবিনিময় সভা, আলোচনা সভা ও র্যালির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।