গ্রীন ডেল্টার নিবেদিতা বীমার আওতায় ক্রনি গ্রুপের ৬ হাজার নারী শ্রমিক
সংবাদ বিজ্ঞপ্তি: গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির সাথে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর করেছে শীর্ষস্থানীয় পোশাক প্রস্তুতকারক ক্রনি গ্রুপ। এই চুক্তির আওতায় ক্রনি গ্রুপের ৬ হাজার নারী শ্রমিক পাবেন গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের নিবেদিতা বীমা সুবিধা।
নিবেদিতা বীমার আওতায় আইপিডি (হসপিটালাইজেশন), ওপিডি, ম্যাটার্নিটি, টেলি কনসালটেশন, ট্রমা অ্যালাওয়ান্স ইত্যাদি সুবিধা পাবেন ক্রনি গ্রুপের নারী শ্রমিকরা।
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী এবং ক্রনি গ্রুপের চেয়ারম্যান ও বিজিএমইএ’র পরিচালক নীলা হোসনে আরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
গত বৃহস্পতিবার (৩০ মার্চ) ক্রনি গ্রুপের কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করা হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির হেড অব ডিজিটাল বিজনেস মো. মনিরুজ্জামান খান, ক্রনি গ্রুপের চীফ ফাইনান্সিয়াল অফিসার শান্তনু বড়ুয়া সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।