শরীয়তপুরে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর ও আলোচনা সভা

সংবাদ বিজ্ঞপ্তি: শরীয়তপুরে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির উদ্যোগে বীমা দাবির চেক হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) সকালে শরীয়তপুর দুবাই প্লাজার হলরুমে বীমা দাবির চেক হস্তান্তর উপক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানির কনসালটেন্ট অতিরিক্ত সচিব (পিআরএল) আবদুল্লাহ হারুন পাশা, কোম্পানির উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন, নওশের আলী নাঈম, শেখ হাবিবুর রহমান।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পপুলার ডিপিএস প্রকল্পের প্রকল্প ইনচার্জ আব্দুল আলিম, ডামুড্যা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক নান্নু মৃধা, সার্ভিস সেল ইনচার্জ জাহাঙ্গীর হোসেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বিএম ইউসুফ আলী বলেন, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এখন পর্যন্ত ৪১ লাখ গ্রাহকের সাড়ে ৬ হাজার কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে।

আলোচনা সভা শেষে মেয়াদ উত্তীর্ণ গ্রাহকের হাতে বীমা দাবির চেক তুলে দেন অতিথিবৃন্দ।