সিলেটে এনআরবি ইসলামিক লাইফের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি: এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের সিলেট বিভাগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জুন) সিলেট বিভাগীয় অঞ্চলের উদ্যোগে সিলেট কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসইভিপি, সেলস অ্যান্ড মার্কেটিং, সিলেট বিভাগ এম. আমিনুল ইসলাম চৌধুরী, প্রশিক্ষণ প্রদান করেন কোম্পানির প্রশিক্ষণ ও গবেষণা বিভাগীয় প্রধান মো. মাহমুদুল ইসলাম।
সভাপতিত্ব করেন মো. আব্দুর রব, ইভিপি, সেলস অ্যান্ড মার্কেটিং, সিলেট ও সুনামগঞ্জ জেলা। প্রশিক্ষণ কর্মশালা শেষে মে ক্লোজিংয়ের ব্যবসা সফল কর্মকর্তাদের পুরস্কার প্রদান করা হয়।