বেঙ্গল ইসলামি লাইফের ব্যবসা পরিকল্পনা ও উন্নয়ন সভা

সংবাদ বিজ্ঞপ্তি: বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের ব্যবসা পরিকল্পনা ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। সম্প্রতি কলমাকান্দা সার্ভিস পয়েন্ট, নেত্রকোণায় এই সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প প্রধান (ভাইব্র্যান্ট প্রকল্প) মো. সুলতান হোসেন খাঁন।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ভাইব্র্যান্ট প্রকল্পের উপ-প্রকল্প প্রধান মো. কাওছার আহমেদ, প্রধান কার্যালয়ের ব্রাঞ্চ সার্ভিসেস বিভাগের প্রধান শাহাদাত হোসেনসহ প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন কলমাকান্দা সার্ভিস পয়েন্ট অফিসের ইনচার্জ ও সহকারী প্রকল্প প্রধান আব্দুল হাসিম।

সভায় প্রধান অতিথি বলেন, বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের সুদমুক্ত বীমা সেবা মানুষের নিকট পৌঁছে দেয়া এবং গ্রাহক স্বার্থ সংরক্ষনে সর্বাধিক গুরুত্ব প্রদানের জন্য আহবান জানান। একই সাথে যোগ্য লোকদের নিয়োগের মাধ্যমে সংগঠন শক্তিশালী করতে জোড়ালো তাগিদ প্রদান করেন এবং ২০২৩ সালে সকলের অভিষ্ট ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সাফল্য কামনা করেন।