বেঙ্গল ইসলামি লাইফের শরীয়াহ অবকাঠামো প্রশিক্ষণ
সংবাদ বিজ্ঞপ্তি: বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের ইসলামি শরীয়াহ অবকাঠামো সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সম্প্রতি বেঙ্গল ইসলামি লাইফের নিজস্ব প্রশিক্ষণ কক্ষে দিনব্যাপী কর্মশালা করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় সারাদেশ হতে জেনারেল ম্যানেজার এবং তদূর্ধ্ব শতাধিক উন্নয়ন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। কর্মশালায় ইসলামি কোম্পানি হিসেবে কোম্পানির মিশন ও ভিশন, শরি'আহ্ অবকাঠামো, শরীয়াহ পরিপালনে করণীয়, তাকাফুল পরিকল্প পরিচিতি এবং লক্ষ্যমাত্রা অর্জনে (শরীয়াহ মোতাবেক) করণীয় নিয়ে আলোচনা করা হয়।
রিসোর্স পারসন্স হিসেবে প্রশিক্ষণ কর্মশালায় কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম, শরীয়াহ কনসালট্যান্ট মুফতি মাওলানা আবদুল্লাহ্ মাসুম, চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলমগীর কবির সেশন পরিচালনা করেন।
কোম্পানির এডিশনাল এমডি আওলাদ হোসেন তালুকদার, প্রজেক্ট হেড: হুময়ূন কবির, মোহাম্মদ হারুন-অর রশিদ, আবুল হাসেম, এম এ রব খান, সুলতান খান, মোহাম্মদ জসিম উদ্দীন ও মোতাহের হোসেন তালুকদার, কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাগণও প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন।