ফারইস্ট ইসলামী লাইফের ৩য় ব্যবসা উন্নয়ন সম্মেলন

সংবাদ বিজ্ঞপ্তি: ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ‘৩য় ব্যবসা উন্নয়ন সম্মেলন-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ জুলাই) রাজধানীর তোপখানা রোডস্থ কোম্পানির নিজস্ব ভবন ফারইস্ট টাওয়ার এর রজনীগন্ধ্যা অডিটোরিয়ামে এ সম্মেলন আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ড. মো. ইব্রাহীম হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক জহুরুল ইসলাম চৌধুরী।

কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আপেল মাহমুদ এসিআইআই (ইউকে) এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কনসালট্যান্ট ড. মো. ফয়জুর রহমান ফারুকী এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক (অপারেশন্স) সামিরা ইউনুস।

এছাড়াও উপস্থিত ছিলেন ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সকল ডিভিশন ও সার্ভিসসেন্টার ইনচার্জগণ।

সম্মেলনে কোম্পানির ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনসহ ব্যবসা উত্তরোত্তর বৃদ্ধির বিষয়ে এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ ও প্রতিপালন বিষয়ে আলোচনা করা হয়।