গার্ডিয়ান লাইফ ও বিএমএস টেক লজিস্টিকস মধ্যে স্ট্র্যাটিজিক পার্টনারশিপ চুক্তি

সংবাদ বিজ্ঞপ্তি: গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং প্রযুক্তি-নির্ভর ওয়ান স্টপ লজিস্টিকস প্ল্যাটফর্ম বিএমএস টেক লজিস্টিকস লিমিটেডের (ড্রপশীপ) মধ্যে সম্প্রতি একটি স্ট্র্যাটিজিক পার্টনারশিপ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির আওতায় ড্রপশীপ এর গ্রাহকরা তাদের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে গার্ডিয়ান লাইফের বীমা পলিসি গ্রহণ করার সুযোগ পাবেন যা বীমা ক্রয়ের প্রক্রিয়াটকে আগের চেয়ে আরও সহজ করে তুলবে।

গ্রাহকদের জন্য আরও আকর্ষণীয় মূল্যে উদ্ভাবনী এবং উপযুক্ত ডিজিটাল বীমা পণ্য অফার করতে এই স্ট্র্যাটিজিক পার্টনারশিপ অনন্য ভূমিকা পালন করবে, যা দেশের ‘মাইক্রো হেলথ ইন্স্যুরেন্স’ এর ক্রমবর্ধমান চাহিদাকে আরও জনপ্রিয় করে তুলবে।

গার্ডিয়ান লাইফের এসভিপি এবং হেড অফ ডিজিটাল চ্যানেল এন্ড এডিসি ফসিহউল মোস্তফা, এবং বিএমএস টেক লজিস্টিকস কো-ফাউন্ডার এবং সিওও এম এ মোরছালিন তমাল, তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে অনুষ্ঠানের প্রতিনিধিত্ব করেন।

গার্ডিয়ান লাইফের আরিফুল হক, এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট; শাহিন শাহাদাত, ম্যানেজার; আল আমিন, এসিস্ট্যান্ট ম্যানেজার, এবং বিএমএস টেক লজিস্টিকসের মো. মাসুমউদ্দিন, ডিরেক্টর; পার্টনার রিলেশনশিপ ম্যানেজমেন্ট; মাসুম আহমেদ, কি-একাউন্ট ম্যানেজার, এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।