কর্ণফুলী ইন্স্যুরেন্সের ১০% নগদ লভ্যাংশ অনুমোদন
সংবাদ বিজ্ঞপ্তি: ২০২২ সালের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি। বৃহস্পতিবার (২৭ জুলাই) ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত কোম্পানির ৩৬তম বার্ষিক সাধারণ সভায় বিনিয়োগকারীদের জন্য এ লভ্যাংশ অনুমোদন দেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ। সভায় উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান নাসির উদ্দিন আহমদ, পরিচালক রিয়াজ উদ্দিন আহমদ, মিসেস সবিতা ফেরদৌসী, মিসেস শারামিন নাসির, মিসেস দিলরুবা শারমিন, স্বাধীন পরিচালক মো. ইউসুফ আলী হাওলাদার, মোহাম্মদ আহসান ইবনে কবির, শেয়ারহোল্ডারগণ এবং সভায় আরো উপস্থিত ছিলেন কোম্পানির সিইও এএনএম. ফজলুল করিম মুন্সি।
কর্ণফুলী ইন্স্যুরেন্স ২০২২ সালে কর পরবর্তী নিট মুনাফা অর্জন করেছে ৮ কোটি ৩৪ লাখ টাকা। মোট সম্পদের পরিমাণ ১৬৯ কোটি ১১ লাখ টাকা। শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮৬ টাকা এবং শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ২০.৭২ টাকা।