মাদক বিরোধী কর্মকাণ্ডে পপুলার লাইফের প্রথম পুরস্কার অর্জন
সংবাদ বিজ্ঞপ্তি: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। রোববার (৩০ জুলাই) বাংলাদেশ শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, এমপি। বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি বেনজির আহমদ,এমপি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মো. আবদুল ওয়াহাব ভূঞা। মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধে মাদক বিরোধী কার্যক্রমে দেশব্যাপী সক্রিয় ভূমিকা রাখায় এবং আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস-২০২৩ উপলক্ষে মানব বন্ধন ও র্যালিতে সফল কর্মসূচীর জন্য পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে প্রথম পুরস্কারে ভূষিত করা হয়।