কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক শাখা প্রধান সম্মেলন অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি: কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের ‘অর্ধ-বার্ষিক শাখা প্রধান সম্মেলন- ২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ আগস্ট) ঢাকাস্থ গুলশানের অল কমিউনিটি ক্লাবে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান একেএম আজিজুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান কেএম আলমগীরসহ অন্যান্য পরিচালকবৃন্দ।
কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা হাসান তারেকের সভাপতিত্বে সম্মেলনে বিভিন্ন শাখা থেকে আগত শাখা প্রধান এবং প্রধান কার্যালয়ের কর্মকর্তাগণ অংশ নেন।
সম্মেলনে কোম্পানির উন্নয়ন এবং ২০২৩ সালের ব্যবসায়ীক লক্ষ্যমাত্রা বাস্তবায়নে যেসব পদক্ষেপ গ্রহণ করা হবে তা নিয়ে আলোচনা করা হয়।