কক্সবাজারে ন্যাশনাল লাইফের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি: দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সৈকত নগরী কক্সবাজারে বার্ষিক সম্মেলন, পুরস্কার বিতরণ ও ৭১ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে।

গত ১২ আগস্ট হোটেল লংবিচে অনুষ্ঠিত সম্মেলনে সারাদেশ থেকে প্রায় ১৫ হাজার বীমা কর্মী অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ আলম এমপি, গেস্ট অব অনার ছিলেন পরিচালক বিলকিস নাহার। সভাপতিত্ব করেন কোম্পানির সিইও মো. কাজিম উদ্দিন।

সম্মেলনে কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খসরু চৌধুরী, সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কাসেম, মো. খুরশীদ আলম পাটোয়ারী ও মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, এসইভিপি বাহার উদ্দিন মজুমদার ও মো. এনামুল হকসহ উর্ধ্বতন নির্বাহীবৃন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ৭১ কোটি টাকার বীমা দাবি পরিশোধ, সফল বীমা কর্মীদের মাঝে গোল্ড মেডেল, ডলারের চেক ও পুরস্কার বিতরণ করা হয়।