ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সাথে আইআইডিএফসির চুক্তি
সংবাদ বিজ্ঞপ্তি: ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাথে গ্রুপ ও স্বাস্থ্য বীমা চুক্তি করেছে আর্থিক প্রতিষ্ঠান আইআইডিএফসি ও সহযোগী প্রতিষ্ঠান আইআইডিএফসি সিকিউরিটিজ লি.। বুধবার (২৩ আগস্ট) কাওরান বাজারস্থ ন্যাশনাল লাইফের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
এই চুক্তির মাধ্যমে আইআইডিএফসির কর্মকর্তা ও কর্মচারীরা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে গ্রুপ ও স্বাস্থ্য বীমার সুবিধা পাবে।
চুক্তিতে উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন ও আইআইডিএফসির ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম সরওয়ার ভুঁইয়া, সিকিউরিটিজের সিইও মো. নাজমুল হাসান চৌধুরী।
এসময় ন্যাশনাল লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খসরু চৌধুরী, সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, এইচআর প্রধান মো. এনামুল হক, গ্রুপ বীমা প্রধান কাজী মোহাম্মদ মহসীনসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।