ফার্মেসি বন্ধু উদ্যোগের জন্য এবার ফিনটেক অ্যাওয়ার্ড অর্জন গ্রীন ডেল্টার
সংবাদ বিজ্ঞপ্তি: ফার্মেসি বন্ধু উদ্যোগের জন্য আরেকটি পুরস্কার অর্জন করেছে দেশের শীর্ষস্থানীয় নন-লাইফ বীমা প্রতিষ্ঠান গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স। এবার ২য় বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড ২০২৩ –এ বীমা কোম্পানিটি ‘ফিনটেক ইনোভেশন অব দ্য ইয়ার- ইন্স্যুরেন্স’ বিভাগে বিজয়ী হিসাবে স্বীকৃত হয়েছে।
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের হেড অব ডিজিটাল বিজনেস মো. মনিরুজ্জামান খান গত ২৬ আগস্ট রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির কাছ থেকে এই সম্মানজনক পুরস্কার গ্রহণ করেন।
ফার্মেসি বন্ধু উদ্যোগের এটি চতুর্থ পুরস্কার, যা প্রান্তিক জনগোষ্ঠীর নাগালের মধ্যে ক্ষুদ্র স্বাস্থ্য বীমা পরিষেবাগুলো নিয়ে আসার জন্য স্থানীয় আশেপাশের ফার্মেসিগুলোর সাথে অংশীদারিত্ব শুরু করে। এই বছরের শুরুতে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স 'ফার্মাসি বন্ধু' উদ্যোগের জন্য বছরের ডিজিটাল বীমা উদ্যোগের বিভাগে বীমা এশিয়া পুরস্কার ২০২৩ এবং কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩ জিতেছে।
ফার্মেসি বন্ধু উদ্যোগটি গ্রীন ডেল্টা ডিজিটাল ইকোসিস্টেমের অধীনে একটি বিকল্প বিতরণ মডেল, যার লক্ষ্য স্থানীয় ফার্মেসির মাধ্যমে জনগণের কাছে স্বাস্থ্য বীমা অ্যাক্সেসযোগ্য করে তোলা এবং লোকেরা সহজেই এখানে দেয়া একটি কিউআর কোড স্ক্যান করে সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্য বীমা কভারেজ পেতে পারে। এই উদ্যোগের মাধ্যমে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স ২০২৪ সালের মধ্যে কমপক্ষে ৫০ হাজার মানুষকে স্বাস্থ্য বীমার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে।