কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের বীমা দাবির চেক হস্তান্তর

সংবাদ বিজ্ঞপ্তি: কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড সম্প্রতি দু’টি বীমা দাবির চেক হস্তান্তর করেছে। কোম্পানির সিলেট ও ঢাকার মহাখালী অফিসে এসব চেক হস্তান্তর করা হয়।

ইউনিপেক্স ট্রেড করপোরেশনের হিউম্যান রিসোর্স ম্যানেজার মো. আব্দুল কাইয়ুমের কাছে অগ্নি বীমা দাবির একটি চেক হস্তান্তর করেন কোম্পানির সিলেট শাখা প্রধান আব্দুর রহমান।

সোমবার (৯ অক্টোবর) এই চেক হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিলেট শাখা প্রধান শহিদুল আলম।

অপরদিকে ঢাকার মহাখালী শাখার ডেপুটি ভাইস প্রেসিডেন্ট ও ইনচার্জ মো. আবেদ আলী শাহ সম্প্রতি জিস্কা ফার্মাসিউটিক্যালসের পরিচালক সালমান খানের কাছে মোটর বীমা দাবির চেক হস্তান্তর করেন।