প্রগতি লাইফ ও ব্র্যাকের ইউপিজি প্রোগ্রামের মধ্যে বীমা চুক্তি
সংবাদ বিজ্ঞপ্তি: প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও ব্র্যাক এর আল্ট্রা পুওর গ্রাজুয়েশন (ইউপিজি) প্রোগ্রামের মধ্যে সম্প্রতি বীমা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জালালুল আজিম ও ব্র্যাক এর ইউপিজি প্রোগ্রামের ডিরেক্টর পলাশ কে দাশ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এই চুক্তি অনুসারে ব্র্যাক এর আল্ট্রা পুওর গ্রাজুয়েশন প্রোগ্রামের আওতাধীন জনগোষ্ঠিকে জীবন ও স্বাস্থ্য বীমার (পাইলট স্কীম) আওতায় বীমা সুবিধা প্রদান করবে প্রগতি লাইফ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রগতি লাইফের হেড অফ এডিসি সাজেদুল হক এবং ব্র্যাক এর ইউপিজি প্রোগ্রামের হেড অফ অপারেসন্স মো. শহিদ উল্লাহসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।