গার্ডিয়ান লাইফ ও আইএফআইসি ব্যাংকের মধ্যে বীমা চুক্তি

সংবাদ বিজ্ঞপ্তি: গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং আইএফআইসি ব্যাংক পিএলসি’র মধ্যে সম্প্রতি একটি গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির অধীনে আইএফআইসি ব্যাংক পিএলসি’র সকল কর্মকতা এবং তাদের নির্ভরশীলরা (পরিবার) গার্ডিয়ান লাইফের বীমা সুরক্ষার আওতায় থাকবেন।

গার্ডিয়ান লাইফের চিফ এক্সিকিউটিভ অফিসার শেখ রকিবুল করিম, এফসিএ এবং আইএফআইসি ব্যাংকের হেড অফ হিউমান রিসোর্স ম্যানেজমেন্ট কে এ আর এম মোস্তফা কামাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কোম্পানির চিফ অপারেটিং অফিসার মো. সাউদ ইমরান; ইভিপি ও হেড অফ গ্রুপ বিজনেস মাহমুদ আফসার; ইভিপি ও হেড অফ ব্যাংকাসুরেন্স আহমেদ ইসতিয়াক মাহমুদ; ভিপি ও হেড অফ গ্রুপ সার্ভিস ইফতেখার আহমেদ; এভিপি ও টিম লিডার (গ্রুপ বিজনেস) আবু হানিফ; বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার (গ্রুপ ইন্স্যুরেন্স) মন্দিরা রানী দাস।

অপরদিকে আইএফআইসি ব্যাংক পিএলসি এর পক্ষ থেকে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ ফাইনান্সিয়াল অফিসার দিলীপ কুমার মণ্ডল, এফসিএ; হেড অফ কম্পেনসেশন ও পারফরমেন্স ম্যানেজমেন্ট মো. শাহরিয়ার ইবনে কালাম।