সাড়ে ৪ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর করল সন্ধানী লাইফ
সংবাদ বিজ্ঞপ্তি: সম্প্রতি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পলিসি গ্রাহক আলমগীর মিয়ার মৃত্যু দাবির ৪ লাখ ৪৯ হাজার ৮১৭ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। কোম্পানির প্রধান কার্যালয়ে তার নমিনী পুত্র মুহাম্মদ সাজ্জাদ মিয়ার নিকট চেক হস্তান্তর করেন।
চেকটি হস্তান্তর করেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ, ইদ্রিস মিয়া তালুকদার ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. ফজলুর রহমান।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস প্রেসিডেন্ট মো. মশিউর রহমান, ভাইস প্রেসিডেন্ট সৈয়দ তারিকুর রশীদ এবং ভাইস প্রেসিডেন্ট মো. দুলালুজ্জামান আকন্দ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।