ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সাফা গোল্ড অ্যাওয়ার্ড অর্জন
সংবাদ বিজ্ঞপ্তি: ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স দক্ষিণ এশিয়ার মর্যাদাপূর্ণ ‘সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস-সাফা গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করেছে। লাইফ বীমা ক্যাটাগরিতে বাংলাদেশের একমাত্র জীবন বীমা কোম্পানি হিসেবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এই গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করে।
শুক্রবার (২২ ডিসেম্বর) ভারতের নয়াদিল্লীর হোটেলে রেডিসন ব্লুতে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস-সাফা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সকে এই পুরস্কার প্রদান করে।
সাফা প্রেসিডেন্ট সিএ নিহার জামবুসারিয়া ও অ্যাওয়ার্ড কমিটির চেয়ারপার্সন মিস অনোজি ডি সিলভা ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার প্রবীর চন্দ্র দাস এফসিএ'কে দক্ষিণ এশিয়ার গৌরবময় এই প্রফেশনাল অ্যাওয়ার্ডটি তুলে দেন।
সাফা দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রফেশনাল হিসাববিদদের ইনস্টিটিউট সমূহের কেন্দ্রীয় সংগঠন। প্রতিবছর সংগঠনটি সদস্যভূক্ত দেশগুলোর আর্থিক প্রতিষ্ঠান সমূহের বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা ও নিরীক্ষা করে বিভিন্ন সূচকে সর্বোচ্চ স্থান অর্জনকারী প্রতিষ্ঠান গুলোকে এই অ্যাওয়ার্ড প্রদান করে।