প্রগতি লাইফ ও ডাচ-বাংলার মধ্যে ব্যাংকাস্যুরেন্স চুক্তি
সংবাদ বিজ্ঞপ্তি: প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং ডাচ-বাংলা ব্যাংক সম্প্রতি ব্যাংকাস্যুরেন্স চুক্তি স্বাক্ষর করেছে। প্রগতি লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জালালুল আজিম এবং ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
প্রগতি লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জালালুল আজিম বলেন, জীবন বীমাকে জনগণের কাছে আরও সহজলভ্য করে তোলার লক্ষ্যে আমাদের পারস্পরিক এই সহযোগিতা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ডাচ-বাংলা ব্যাংকের বিস্তৃত শাখাসমূহের মাধ্যমে, আমরা লক্ষ লক্ষ ব্যক্তি এবং পরিবারের কাছে জীবন বীমার আর্থিক নিরাপত্তা সুবিধা সম্প্রসারিত করতে পারব।
এছাড়াও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।