আবারও শীর্ষ করদাতার সম্মাননা পেল ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স

সংবাদ বিজ্ঞপ্তি: ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বীমা খাতে আবারও শীর্ষ করদাতার সম্মাননা লাভ করেছে। বুধবার (২৪ জানুয়ারি) আগারগাঁও জাতীয় রাজস্ব বোর্ড কার্যালয়ে বৃহৎ করদাতা ইউনিটে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন ও প্রধান অর্থ কর্মকর্তা প্রবীর চন্দ্র দাস এফসিএস এর নিকট ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহন করেন।

কর কমিশনার মো. ইকবাল বাহারের সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য সৈয়দ মোহাম্মদ আবু দাউদ এই ক্রেস্ট ও সার্টিফিকেট হস্তান্তর করেন। অনুষ্ঠানে ব্যাংক, বীমা ও নন-ব্যাংকিং আর্থিক খাতসহ অন্যান্য শীর্ষ করদাতা প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।

২০২২-২০২৩ অর্থ বছরে বীমা শিল্পে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর মধ্যে একমাত্র ন্যাশনাল লাইফ সরকারকে বিপুল রাজস্ব প্রদানের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড থেকে শীর্ষ করদাতা হিসেবে ক্রেস্ট ও সম্মাননা সনদ লাভ করে।