একেএম মনিরুল হক নিটল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান পুনর্নির্বাচিত
নিজস্ব প্রতিবেদক: নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) কোম্পানির ১৭১তম পরিচালনা পর্ষদের সভায় এ নির্বাচন করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে নিটল ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ।
ওই বিজ্ঞপ্তি অনুসারে, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পদে এ কে এম মনিরুল হক পুনরায় নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র ভাইস-প্রেসিডেন্ট।
একই সভায় জোবায়ের হুমায়ুন খন্দকার ভাইস-চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন।