বেঙ্গল ইসলামি লাইফের আয়োজনে মোহাম্মদ মোহাব্বত উল্যাহর কুলখানি ও দোয়া মাহফিল
সংবাদ বিজ্ঞপ্তি: বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উদ্যোক্তা পরিচালক ও ইসি কমিটির চেয়ারম্যান, এফবিসিসিআইয়ের পরিচালক এবং নিপ্পন গ্রুপের চেয়ারম্যান রোটারিয়ান ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোহাব্বত উল্যাহ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় ব্যাংককে মৃত্যুবরণ করেন। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের আয়োজনে রাজধানীর গুলশানস্থ আজাদ মসজিদএ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বাদ আছর এক কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত কুলখানি ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান পৃষ্ঠপোষক, সার্ক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এবং বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, কোম্পানির চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী, পরিচালক ও শেয়ারহোল্ডারবৃন্দ, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাসহ সকল স্তরের কর্মকর্তা ও কর্মীবৃন্দ, মরহুমের পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভানুধ্যায়ীসহ বিভিন্ন ব্যবসায়িক ও সামাজিক সংগঠনের সদস্যগণ।
দোয়া মাহফিলে মরহুমের বর্নাঢ্য কর্মজীবনের উপর স্মৃতিচারণ করেন কোম্পানির প্রধান পৃষ্ঠপোষক মো. জসিম উদ্দিন, পরিচালক মো. আমিন হেলালী এবং ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা সমিতির সভাপতি সফিক মাহমুদ পিন্টু।
মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম। দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফেরাত কামনার সাথে সাথে তাঁর জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে আল্লাহপাক যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন সেই দোয়া করা হয়।