আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ন্যাশনাল লাইফে আলোচনা সভা
সংবাদ বিজ্ঞপ্তি: ন্যাশনাল লাইফে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) কোম্পানির প্রধান কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিনের সভাপতিতে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খসরু চৌধুরী, ডিএমডি এন্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কাসেম, এসইভিপি মো. এনামুল হক, এসইভিপি বাহার উদ্দিন মজুমদারসহ নির্বাহীবৃন্দ আলোচনায় অংশ নেন।
কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন বলেন, একুশ আমাদের চেতনার উৎস। পৃথিবীতে একমাত্র বাংলা ভাষা প্রতিষ্ঠায় রক্ত দিতে হয়েছে। তিনি ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন ও কর্মকর্তাদের একুশের চেতনা ধারণ করার জন্য আহবান জানান।