কক্সবাজারে জেনিথ ইসলামী লাইফের ম্যানেজার কনফারেন্স অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি: ম্যানেজার কনফারেন্স ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। মঙ্গলবার (১৬ এপ্রিল) পর্যটন নগরী কক্সবাজারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান।
বীমা কোম্পানিটির উন্নয়ন প্রশাসন বিভাগের ভিপি ও ইনচার্জ মোহাম্মদ নিজাম উদ্দীন ও ডেপুটি প্রজেক্ট হেড মোহাম্মদ ফয়সাল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান আলোচক ছিলেন কোম্পানির হেড অব মেট্রো মোহাম্মদ ইমরান।
ম্যানেজার কনফারেন্স ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির ডেপুটি প্রজেক্ট হেড সাবেকুন্নাহার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এসিসটেন্ট সেলস ম্যানেজার জসিম উদ্দিন। সারাদেশ থেকে কোম্পানির বাছাইকৃত শতাধিক উন্নয়ন কর্মকর্তা এতে অংশ নেন।