গ্রীন ডেল্টার সঙ্গে ট্রাক লাগবে’র মোটর বীমা চুক্তি
সংবাদ বিজ্ঞপ্তি: গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স এবং ট্রাক লাগবে সম্প্রতি একটি মোটর বীমা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় ট্রাক লাগবে এর অধীনে পরিচালিত ট্রাকের বহরের জন্য বিশেষভাবে তৈরি করা কম্প্রিহেন্সিভ মোটর বীমা কাভারেজ দেবে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স।
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপন পরিচালক সৈয়দ মইনুদ্দিন আহমেদ এবং ট্রাক লাগবে’র প্রতিষ্ঠাতা ও সিইও এনায়েত রশিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এ ছাড়াও গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের হেড অব ইমপ্যাক্ট বিজনেস সুবাশিষ বড়ুয়া, ট্রাক লাগবে এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (অপারেশন্স) নাফিস উর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।