রাবি’র দুই শিক্ষার্থীর মৃত্যুতে ৪ লাখ টাকার চেক হস্তান্তর করলো জেনিথ লাইফ
সংবাদ বিজ্ঞপ্তি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যুদাবির চেক হস্তান্তর করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। সোমবার (২৯ এপ্রিল) রাবি’র ট্রেজারার কার্যালয়ে এই চেক হস্তান্তর করা হয়।
জেনিথ ইসলামী লাইফের ভিপি ও গ্রুপ বীমা বিভাগের প্রধান মো. আনোয়ার হোসেন সরকার বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. অবায়দুর রহমান প্রামানিকের নিকট চেক দুটি হস্তান্তর করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. মো. জাহাঙ্গীর আলম সাউদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী মো. মুরাদ আহমেদ মৃধা এবং দর্শন বিভাগের শিক্ষার্থী শুভ রায়ের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের সাথে চলমান বীমা চুক্তি মোতাবেক ৪ লাখ টাকার চেক প্রদান করে জেনিথ ইসলামী লাইফ।