মেয়াদোত্তর বীমা দাবির চেক হস্তান্তর করল প্রাইম ইসলামী লাইফ
সংবাদ বিজ্ঞপ্তি: প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড মেয়াদোত্তর বীমা দাবির ৩৩ লাখ ৮৫ হাজার ৪১১ টাকার চেক হস্তান্তর করেছে।
সম্প্রতি বীমাগ্রাহক লাকী আকতারের হাতে চেকটি হস্তান্তর করেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক (অপারেশন) কর্মকর্তা এ.কে.এম নজমুল হক চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন এএমডি ও ইনচার্জ (চট্টগ্রাম কর্পোরেট জোন-০১), নাঈমুল হক চৌধুরী, ও ইভিপি (পিআরটি) ইনচার্জ চট্টগ্রাম জোন- ০২ ও ০৯ জাহাঙ্গীর আলম প্রমুখ।