বিএসইসি চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে পপুলার লাইফের শুভেচ্ছা
সংবাদ বিজ্ঞপ্তি: বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)’র চেয়ারম্যান পদে পুনর্নিয়োগ পাওয়ায় অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে শুভেচ্ছা জানিয়েছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি।
রাজধানীর আগারগাঁওস্থ বিএসইসি কার্যালয়ে সম্প্রতি তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।
এসময় আরো উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র ডিএমডি আলমগীর ফিরোজ রানা, পিএলআই অ্যাসেট ম্যানেজমেন্ট এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ইঞ্জিনিয়ার মো. জামাল উদ্দিন প্রমূখ।
উল্লেখ্য, অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে গত ১৭ মে ২০২৪ তারিখ থেকে পরবর্তী ৪ বছরের জন্য পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি’র চেয়ারম্যান পদে পুনর্নিয়োগ দিয়েছে সরকার। এর আগে ২০২০ সালের ১৭ মে তিনি প্রথমবারের মতো বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব নেন।