বিআইএফ’র মতবিনিময় সভা আজ সন্ধ্যায়
সংবাদ বিজ্ঞপ্তি: মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)’র উদ্যোগে একটি মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে।
আজ মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যা ৭টায় রাজধানীর কাওরানবাজারস্থ ন্যাশনাল লাইফ টাওয়ারে এটি অনুষ্ঠিত হবে।
ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় অংশ নেবেন দেশের সকল লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তারা।
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সহযোগিতায় আয়োজিত এ মতবিনিময় সভা ডিনার গ্রহণের মাধ্যমে শেষ হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিআইএফ’র ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান।