বেঙ্গল ইসলামি লাইফ ও মাল্টি ট্রেড এন্টারপ্রাইজের মধ্যে গোষ্ঠী তাকাফুল চুক্তি
সংবাদ বিজ্ঞপ্তি: বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং মাল্টি ট্রেড এন্টারপ্রাইজ লিমিটেডের মধ্যে গোষ্ঠী জীবন ও স্বাস্থ্য তাকাফুল চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রোববার (৭ জুলাই) রাজধানীর মতিঝিলে বেঙ্গল ইসলামি লাইফের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
উক্ত তাকাফুল চুক্তিতে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম এবং মাল্টি ট্রেড এন্টারপ্রাইজের পরিচালক মানসুর মাওলা আলী স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী মাল্টি ট্রেড এন্টারপ্রাইজের সকল কর্মকর্তা-কর্মচারি বেঙ্গল ইসলামি লাইফের গোষ্ঠী জীবন ও স্বাস্থ্য তাকাফুল সুবিধার অন্তর্ভুক্ত থাকবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালক কাজী সামিরুল হক। এছাড়াও বেঙ্গল ইসলামি লাইফের গ্রুপ ইন্স্যুরেন্স বিভাগের প্রধান মো. মাজহারুল ইসলাম রানা, দাবি বিভাগের প্রধান মো. আনিসুর রহমান সুমন, গ্রুপ ইন্স্যুরেন্স বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মেহেদী হাসান এবং মাল্টি ট্রেড এন্টারপ্রাইজের জেনারেল ম্যানেজার মো. ইফতেখারুল খবির সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।