ওয়ান ব্যাংকের সাথে বিজিআইসি’র ব্যাংকান্স্যুরেন্স চুক্তি
সংবাদ বিজ্ঞপ্তি: বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি. এবং ওয়ান ব্যাংক পিএলসি. এর মধ্যে করপোরেট এজেন্ট (ব্যাংকান্স্যুরেন্স) চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির প্রধান কার্যালয়ে সম্প্রতি এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়।
বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা আহমেদ সাইফুদ্দীন চৌধুরী এবং ওয়ান ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান তওহিদ সামাদ এবং ওয়ান ব্যাংকের চেয়ারম্যান এ.এস.এম. শহীদুল্লাহ খান। এছাড়াও উপস্থিত ছিলেন বিজিআইসি’র পরিচালক মো. শাকিল রিজভি এবং মোহাম্মদ মনজুর মাহমুদ সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।